বাড়িআলোকিত টেকনাফটেকনাফে মাছ শিকারে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

টেকনাফে মাছ শিকারে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ সদস্যরা।

রোববার (১১ জুলাই) মধ্যরাতে টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতের উত্তর-দক্ষিণ ঘাটে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা সরকারের নির্দেশনা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘টেকনাফ মেরিন ড্রাইভ গভীর রাতে রোহিঙ্গা একটি দল সৈকতের তীরে অবস্থানের খবরে আমরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করছি। এসময় শামলাপুরের উত্তর-দক্ষিণ ঘাটের সৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে আটক রোহিঙ্গার ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয়দের নৌকায় করে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল। তাদের স্বস্ব ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে একই অপরাধে তাদের ফের পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্তক করা হয়েছে যাতে রোহিঙ্গাদের মাছ শিকার কাজে ব্যবহার করা না হয়। তারা যদি এ নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments