বাড়িআলোকিত টেকনাফটেকনাফে মারোতের কার্যক্রম অব্যাহত

টেকনাফে মারোতের কার্যক্রম অব্যাহত

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে মানসিক রোগিদের তহবিল (মারোত) এর চতুর্দশ দিবসের কর্মসূচীতে ৭০জন মানসিক রোগির মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রতিদিনের মতো মারোতের সক্রিয় কর্মীবাহিনী এই বিতরণ কার্যক্রমে অংশ নেয়।

কর্মসূচীর শুরুতে করোনা মুক্ত ও ক্ষুধা মুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে পরম করুনাময় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে টেকনাফের বিভিন্ন অলি গলি প্রদক্ষিণ করে মানসিক রোগিদের খুঁজে বের কর তাদের হাতে খাবার তুলে দেওয়া হয়। মানসিক প্রশান্তি এবং ক্ষুধার্ত পাগলদের ক্ষুধা নিবারনের লক্ষ্যে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচীতে সমাজের বিত্তবান মানুষকে আহ্বান জানানো হয়। এক নাগারে চৌদ্দ দিন যাবৎ চলমান কার্যক্রমে অংশ নেয়া কর্মিদের কারো চোখে মুখে ক্লান্তির ছাপ নেই। বরং জাতির এই দুর্দিনে মানবিক পদক্ষেপ গ্রহন করতে পেরে তারা আনন্দিত।টেকনাফে অবস্থানকারী মানসিক রোগিদের কেউ স্থানীয় নয়।এই দূর্যোগে তাদের জীবন হতো সকংটাপন্ন যদি মারোত না থাকতো। সংকট ও বিপন্নতার হাত থেকে রক্ষা করে প্রাণ বাঁচানোর অভিনব সংকল্পে মারোত তাদের কার্যক্রম চালাচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যারা এই কর্মসূচীর অক্সিজেন হিসেবে কাজ করছেন তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকের এই মহতি কর্ম যজ্ঞের সহযোগী হিসেবে ছিলো টেন স্টার গ্রুপ, টেকনাফ। বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ সূত্রীতার কারণে কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় তার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল এবং সভাপতি আবু সুফিয়ান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments