বাড়িআলোকিত টেকনাফটেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করলো এপিবিএন

টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করলো এপিবিএন

শাহ্‌ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডটকম।

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত মোহাম্মদ আলম  (২৮)  নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার রাতে ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত মোহাম্মদ আলম কে রঙ্গীখালী বাজার সংলগ্ন পাহাড় থেকে  উদ্ধার করা হয়। সে লেদা ২৪ ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বদি আলমের ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, সোমবার সকাল ৮ টার দিকে মোহাম্মদ আলম রঙ্গীখালী বাজারে কবুতর কিনতে যায়। একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী কুবুতর বিক্রি করার কথা বলে কৌশলে রঙ্গীখালী বাজারের দক্ষিন দিকে পাহাড়ে নিয়ে যায়। এরপর তাকে আটকে রেখে তার নিকট পাঁচ লক্ষ টাকা  মুক্তিপন দাবী করে।  খবর পেয়ে পুলিশ  অভিযান পরিচালনা করলে দূর্বৃত্তকারীরা তাকে পাহাড়ে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রী আনোয়ারা  (২৫) এবং তার ভাই জুহুর আলম (৪৩) দের নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments