বাড়িআলোকিত টেকনাফটেকনাফে সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার

টেকনাফে সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার

নিউজ ডেস্কঃ-

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি ১৫ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা মুল্যের ৩২ ভরি ১০ আনা ১ রত্তি ওজনের স্বর্ণ উদ্ধার করেছেন বলে জানা গেছে। তবে স্বর্ণ চোরাচালানী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের অলংকার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টায় জানান, ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় স্বর্ণের একটি চালান হোয়াইক্যং খাল দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে একটি টহল দল ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে দ্ররুত গমন করতঃ দূর হতে একজন লোককে একটি ছোট প্যাকেট হাতে হোয়াইক্যং খাল পার হয়ে আসতে দেখে। উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তার পিছু ধাওয়া করে। উক্ত ব্যক্তির হাতে থাকা প্যাকেটটি খালের মধ্যে ফেলে খাল পার হয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল খাল হতে উক্ত প্যাকেটটি উদ্ধার করতঃ ১৫ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা মূল্যমানের ৩২ ভরি ১০ আনা ১ রত্তি স্বর্ণের অলংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের অলংকার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে’।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments