বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন, র‌্যালী ও আলোচনা সভা

টেকনাফে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন, র‌্যালী ও আলোচনা সভা

সংবাদদাতাঃ

কক্সবাজারের টেকনাফে সারাদেশের ন্যায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোব) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলায় প্রত্যেক সরকারী দপ্তরসমুহের স্টল ছিলেন। পরে অতিথিরা মেলা উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্ব-স্ব-অধিদপ্তরের কর্মকর্তারা আগত দর্শকদের সামনে বাংলাদেশ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড এবং বিভিন্ন সেবাসমুহ তুলে ধরেন। এ সময় একাডেমিক সুপারভাইজার নুরুল আফছারের সঞ্চালনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা,টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বড়–য়া, আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন এমএ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ,পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপুর্ণ চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ পরিদর্শক মোশারফ হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন,সমবায় কর্মকর্তা নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকটনিক্স,প্রিন্ট মিডিয়া ও রেডিও নাফের সাংবাদিকবৃন্দ। টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী মেলা প্রদর্শনীতে ৫৩ টি স্টল রয়েছে। তম্মধ্যে, উপজেলা ভুমি অফিস, একটি বাড়ী একটি খামার, বীমা, নারী উন্নয়ন ফোরাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ অফিস, টেকনাফ সদর ইউনিয়ন, হ্নীলা ইউনিয়ন, সেন্টমার্টিন ইউনিয়ন, সাবরাং ইউনিয়ন, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ পৌরসভা, জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, উপজেলা পরিসংখ্যান অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা পরিষদ, কৃষি অধিদপ্তর রয়েছে।
উন্নয়ন মেলায় সরকারী বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনীর মাধ্যমে তাদের সেবা সম্পর্কিত তথ্যাদিসহ যাবতীয় সেবা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরার উদ্যোগ নিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments