বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস

টেকনাফে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস

শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

কক্সবাজার জেলায় ১০৫টি ইটভাটার মধ্যে ৬২টি অবৈধ। এসব অবৈধ ইটভাটা বন্ধে অবশেষে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৩ জানুয়ারি) হোয়াইক্যং এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় ৬টি অবৈধ ইটভাটা আর জরিমানা করা হয় ৩৭ লাখ টাকা।

অভিযানের বিষয়টি আজ র্যা ব-১৫ এর  সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

ভেঙে দেওয়া এসব ইটভাটার মধ্যে AHB Bricks (Howaikong)  কে  ১০ লাখ, MKB (Howaikong)  কে  ৬ লাখ, ARB (Howaikong)  কে  ৬ লাখ ,  SMB (Deinggakata)  কে  ৬ লাখ , MRB (Howaikong)  কে  ৩ লাখ , PBC (Howaikong)   কে  ৬ লাখ জরিমানা করা হয়।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) রামু এলাকায় অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়  ৩টি অবৈধ ইটভাটা আর জরিমানা করা হয় ৬ লাখ টাকা।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র্যা ব, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments