বাড়িআলোকিত টেকনাফবিজিবির দায়ের করা মানহানি মামলায় নারি এনজিও কর্মীর জামিন

বিজিবির দায়ের করা মানহানি মামলায় নারি এনজিও কর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক আলোকিত টেকনাফ ডটকম।

কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলায় নারী এনজিও কর্মী ফারজানা আক্তার (২৬) কে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ) দুপুর ১২টারদিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন মন্জুর করেন আদালত।

ফারজানা আক্তারের আইনজীবী এডভোকেট আবদু শুক্কুর জানান, ‘ভিকটিম নির্যাতনের শিকার। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মন্জুর করেছেন। মামলা শেষে আমার ভিকটিম নির্দোষ প্রমাণিত হবে।’

বিজিবির পক্ষের আইনজীবী এডভোকেট  সাজ্জাদুল করিম জানান, ‘আদালত জামিন দিতে পারেন। তাই বলে মামলা শেষ হয়নি। সে আদালতে দোষী প্রমাণিত হবেন’।

গত ২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা।

মামলাটি আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। পরে টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২২ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন গ্রহন করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন বিচারক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments