বাড়িআলোকিত টেকনাফরোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর

উখিয়া সংবাদদাতা, আলোকিত টেকনাফ ডটকম।

কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন নয়াপাড়া-মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একই সাথে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর থেকে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গারা জানায়, ক্যাম্পের ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া ও টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments