বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সহ ১৯ উপকূলীয় উপজেলায় ভোটের মাঠে নৌবাহিনী 

টেকনাফ সহ ১৯ উপকূলীয় উপজেলায় ভোটের মাঠে নৌবাহিনী 

মিজানুর রহমান মিজান 
টেকনাফ প্রতিনিধি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী,নৌবাহিনী, বিজিবি,কোস্ট গার্ড ও দুর্গম পাহাড়ে বিমান বাহিনী সহ উপকূলীয় ২টি জেলা(ভোলা-বরগুনা) টেকনাফ উপজেলা সেন্টমার্টিন সহ ১৯টি উপকূলীয় উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩ জানুয়ারি দায়িত্বে নিয়োজিতের পর থেকে ভোটের মাঠে থাকবেন।
আন্ত জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে ৩ জানুয়ারি থেকে ভোট শেষে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামারিক প্রশাসনকে সহায়তা দেবে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা,উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় অবস্থান করবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সমন্বয়ের মাধ্যমে সুবিধা জনক স্থানে।তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ব দক্ষিণ সীমান্ত জনপদ টেকনাফে ৩ জানুয়ারি দুপুর ২টায় টেকনাফ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিবন্ধিত্বকারী কনট্রিজেন্ট কমান্ডার কাজী মোহাম্মদ শোয়াইব এর নেতৃত্বে ৩ প্লাটুন নৌবাহিনীর সদস্য নির্বাচনী ভোটের মাঠে মহড়ার উদ্বোধন করা হয়। এটি নির্বাচন ভোট পরবর্তী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments