বাড়িআলোকিত টেকনাফদক্ষিণ সাহিত্যিকাপল্লীর বিত্তমানদের আর্থিক সহযোগিতায় ত্রাণ বিতরণ

দক্ষিণ সাহিত্যিকাপল্লীর বিত্তমানদের আর্থিক সহযোগিতায় ত্রাণ বিতরণ

ইউছুফ আরমানঃ-
করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঝুঁকির মধ্যে পড়েছে মধ্যবিত্ত ও শ্রমিক-শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা। হঠাৎ সৃষ্ট বেকারত্ব, কর্মস্থলের ছুটি ও অর্থনৈতিক মন্দা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ক্ষোভ ও হতাশা খেটে খাওয়া ও মধ্যবিত্ত মানুষের ভেতর দেখা দিয়েছে ।
কক্সবাজার শহরে চলছে নোবেল করোনায় লকডাউন। দুযোর্গ পরিস্থিতি মোকাবেলা আর মানুষের দুর্দশা লাঘবে কয়েক জনের মহৎ উদ্যোগে অর্থ সংগ্রহের তহবিল গঠিত হয়। উক্ত তহবিলে যা অনুদান জমা হয়েছে, তা দিয়ে আজ শনিবার ১৮ এপ্রিল সকাল ১০ টায় অত্র এলাকায় করোনা ভাইরাসে আতংকে থাকা মধ্যবিত্ত ও হতদরিদ্র অসচ্ছল ৩০০ পরিবারকে মানবিক বিবেচনায় দক্ষিণ সাহিত্যিকাপল্লী ত্রাণ কমিটি ক্ষতিগ্রস্থ নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এ প্রসঙ্গে দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির বলেন” মহামারি করোনা আতংকে বিশ্ব সহ আমাদের দেশেও এর প্রাদূর্ভাব সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্য হাহাকার দেখার আগেই সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিরা এগিয়ে এসেছে। যারা অত্র সমাজে অার্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের প্রতি চির কৃতজ্ঞ।
যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আরমান বলেন, এ লড়াই মানবতার লড়াই। এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগে নোবেল করোনায় লকডাউন হওয়া নিম্ন-মধ্যবিত্ত আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দ করেছি। আমরা এ ত্রাণ সকল অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার প্রয়াস মাত্র।
সদস্য সচিব শাহজাহান বলেন, আত্মসম্মানী অভাবী মানুষের খেয়াল রাখার তাগিদ সমাজে, যারা গরিব অসহায় অভাবী হিসেবে চেনা জানা থাকে—যাদের দেখলে অভাবী মনে হয়, সাধারণত ত্রাণ প্রাপ্তির ক্ষেত্রে তারাই এগিয়ে থাকে। কিন্তু সমাজে এমন একটি শ্রেণি রয়েছে যাদের বেশ-ভূষা, চালচলন আর দশজন অভাবী মানুষের মতো না। আত্মসম্মানবোধের কারণে যারা নিজেদের গুটিয়ে রাখে। মানুষের কাছে হাত পাতে না। তাদের প্রতি নজর দিতে হবে।
কলামিষ্ট ও সাহিত্যিক ইউছুফ আরমান বলেন, সমাজে মধ্যবিত্তরাই সবচেয়ে অসুবিধায় আছে, কারণ সে নিজে ভালো অবস্থায় না থাকলেও তাকে ভালো থাকার অভিনয় করে যেতে হয় সব সময়। আসলেই মধ্যবিত্ত শ্রেণীকে সবচেয়ে বেশী প্রতিকূলতার মধ্যে জীবন যাপন করতে হয়। লোকলজ্জায় লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে পারছে না। ক্ষুধার জ্বালাও সইতে পারছে না। বিত্তশালীদের আহবান করব আপনারা মানবিক বিবেচনায় করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিন”।
করোনা ভাইরাস থেকে সুরক্ষায় অত্র এলাকাবাসী ঘর থেকে বের না হওয়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ। অনেকে আবেগ আপ্লুত হয়ে যারা উদ্যোগ নিয়েছে আর যারা আর্থিক সহযোগিতা করেছে তাদের জন্য দু’হাত তুলে  প্রাণ ভরে দোয়া করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজাজার সদর থানা পুলিশ অফিসার শেনৎ এর সহযোগিতায় দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি নুরুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আরমান, ত্রাণ কমিটির সদস্য সচিব শাহজাহান, সদস্য আব্দুল হালিম, নেজামুল হক, আনোয়ার কোম্পানী, মনজুর আলম, আব্দুল মোনাফ, দিদারুল ইসলাম, ইউনুছ, হুমায়ুন কবির জিসান, রাজা, ইউছুফ আরমান প্রমুখ। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments