বাড়িকক্সবাজারউখিয়াদুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করলো উখিয়া থানা পুলিশ

দুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করলো উখিয়া থানা পুলিশ

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া : কক্সবাজারের উখিয়া থানার এস আই আল-আমিনের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় হারানো মোবাইল উদ্ধার হয়েছে। 
সূত্র জানায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে আবুল হোছন গত ৫ জানুয়ারী “আমিন এন্টারপ্রাইজ অনলাইন শপ” থেকে ক্রয়কৃত Realme Narzo 20 স্মার্টফোনটি ২৩ ফেব্রুয়ারী হারিয়ে গেলে ২৭ ফেব্রুয়ারী উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডাইরী নং ১২৬২।
উদ্ধার হওয়া মোবাইলটি সোমবার (২৬ এপ্রিল) রাতে প্রকৃত মালিকের হাতে তুলে দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।
আবুল হোসাইন বলেন, আমার ব্যবহৃত মোবাইলটি হারিয়ে যাওয়ার পর মনে হয়েছিল আর পাব না। হারানো মোবাইলটি এখন হাতে পেয়ে আমার খুব ভাল লাগতেছে। মোবাইল উদ্ধারে সহযোগিতা করায় এসআই আল-আমীন ও উখিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এস আই আল-আমীন জানান, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারায় ভাল লাগছে। আর এভাবে আমরা মানুষের পাশে থাকতে চাই।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments