বাড়িআলোকিত টেকনাফদ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিদর্শক হলেন টেকনাফ থানার (তদন্ত) ওসি এবিএমএস দোহা

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিদর্শক হলেন টেকনাফ থানার (তদন্ত) ওসি এবিএমএস দোহা

স্টাফ রিপোর্টার, আলোকিত টেকনাফঃ-

টানা দ্বিতীয় বারের মতো আবারও কক্সবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।

১৬ মার্চ সোমবার সকালে কক্সবাজার পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর কাছ থেকে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হওয়ার নগদ অর্থ ও সার্টিফিকেট সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পরির্দশক এবিএমএস দোহা।

সর্বোচ্চ মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী আটক ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো জেলায় শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।

এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) মোঃ মশিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল হক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, সহকারী পুলিশ সুপার মহেশখালী (সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, জেলার সকল থানার ওসিসহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি সম্মাননা পাওয়ায় টেকনাফ মডেল থানার (তদন্ত) এবিএমএস দোহা কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, সহকারী পুলিশ সুপার(প্রশাসন) ইকবাল হোসেনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরো বেশি সাফল্য অর্জনে কাজ করতে সবার সহযোগি কামনা করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments