বাড়িআলোকিত টেকনাফনৌকার বিজয় হবে শেখ হাসিনার জন্য বড় উপহার শাহীন আকতার

নৌকার বিজয় হবে শেখ হাসিনার জন্য বড় উপহার শাহীন আকতার

[maxbutton id=”1″ ]

উখিয়া-টেকনাফ অাসনে নৌকার বিজয় উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উখিয়া-টেকনাফে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন অাক্তার। বুধবার বিকেলে বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাথে কক্সবাজারের অাওয়ামীলীগ পরিবারের ভিডিও কনফারেন্সে শাহীন আক্তার বলেন, উখিয়া-টেকনাফের অাওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নৌকাকে জেতাতে ঐক্যবদ্ধ। সকল মতপার্থক্য ভুলে গিয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকাকে জেতাতে সবাই কাজ করছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কক্সবাজার জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন চলমান রয়েছে। কক্সবাজারকে অান্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে সাজাতে নানা উদ্যোগ অাওয়ামীলীগ সরকার নিয়েছে। তাই সবাইকে নৌকার পক্ষে কাজ করে কক্সবাজারের ৪ টি অাসনেই জিততে হবে। জেলা অাওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও কক্সবাজার পৌরসভার মেয়র সাধারন সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অাবদুর রহমান বদি, চকরিয়া-পেকুয়া অাসনের প্রার্থী জাফর অালম, কক্সবাজার-সদর অাসনের প্রার্থী সাইমুম সরোয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান অাহমদ।
অপরদিকে সন্ধ্যা ৭টায় পালংখালীতে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অাবদুর রহমান বদি। তিনি এসময় বলেন, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী জনপ্রিয়তা হারিয়ে হিতাহিত জ্ঞান শুন্য হয়ে অপপ্রচারে লিপ্ত। তিনি প্রতিদিন মিডিয়ায় অপপ্রচার করছেন। নৌকার কর্মীদের ৩০ তারিখের পরে দেখে নিবেন বলে হুমকি দিচ্ছেন। নৌকার প্রচারনার গাড়িতে প্রতিনিয়ত হামলা করাচ্ছেন। উখিয়া-টেকনাফের জনগণ অাগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে বিএনপির সন্ত্রাসের জবাব দিবে।
এসময় অারো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা অাওয়ামী অাওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক জাহাংগীর কবির চৌধুরী, অাওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অালী অাহমদ, ইউনিয়ন অা’লীগের সভাপতি এম এ মনজুর, সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্টো প্রমূখ। এছাড়াও উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments