বাড়িসাহিত্যফুলের কলি

ফুলের কলি

ফুলের কলি

উৎসর্গ : রামিশা রহিম অমি

একটি ফুলের কলি পাপড়ির ভেতর
সুবাস ছড়ানোর স্বপ্ন নিয়ে
পাপড়িকে মেলে ধরার প্রাণান্ত চেষ্টায়
ভোরের সূর্যের কাছে আলো চায়
ঘোর অন্ধকার অমানিশা তাকে ঘিরে
ধরার চেষ্টায় বিভোর হয়ে যায়।

খড়ের গাদা থেকে ওম নিতে গিয়ে
খড় ছিটিয়ে দুরন্ত শৈশবের কথা
বুকে নিয়ে সুভাষ বঞ্চিত কৃষকের জন্য ঘ্রাণ বিলিয়ে দিতে চায়, ফুলের কলিটি পাপড়ি মেলে সুভাষ ছাড়িয়ে
পৃথিবীর সঙ্গী হবার আকুতি জানায়।

পাপড়ি ঝরে যদি যায়!
তার সুভাষ পাব কোথায়?
আছে যার ফুলকে ভালোবাসবার প্রাণ
দিয়ে যান ভালোবাসার সন্ধান।

ফুলের কথা ভেবে জন্মজননীর মতো
কিংবা জন্মপিতার মতো সুভাষ ছড়ানোর মর্ম বুঝে
কলিটি পাপড়ি মেলার জন্যে শপথের হাত বাড়িয়ে
আসে যদি কেউ কেউ
ভালোবাসি ফুলের ঘ্রাণ
ভালোবাসি মানবপ্রাণ।

আমরাতো সবাই ফুলের ভেতর বাঁচিবারে চায়
কলিটির পাপড়িতে ভালোবাসার রৌদ্র মেখে
জয়ধ্বনি করে
অন্ধকারের হাতছানিতে
সূর্যের আলোর সন্ধান দিতে গেলে
মানবপ্রেমের মিছিলে স্বয়ং স্রষ্টারে পাওয়া যায়
তাই কলিটি পাপড়ি মেলে ঘ্রাণ ছড়ানোর দিনে
সবাই ভালোবেসে যাই,
ঘ্রাণ ছড়ানো কলিটির পাপড়ি রক্ষায়।

লেখনিতে: নাফিক আবদুল্লাহ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments