বাড়িআলোকিত টেকনাফমেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ পাহাড় ধস, আহত ১৮

মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ পাহাড় ধস, আহত ১৮

বিশেষ প্রতিনিধি।।   

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাটি চাপা পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। পাহাড়ের মাটি মেরিনড্রাইভ সড়কে পড়ায় টেকনাফের সঙ্গে কক্সবাজারের প্রায় দুই ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতি বৃষ্টির কারণে মেরিন ড্রাইভ লাগোয়া পাহাড়ে ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে ১৮ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হন। আহত সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ পাহাড় ধস, আহত ১৮

চাপা পড়াদের সবাই গাড়ির যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কয়েকজন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ধুমড়ে-মুচড়ে যাওয়া দুটি সিএনজি অটোরিকশা দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে পাহাড় ধসের বিপুল মাটি জমে মেরিনড্রাইভ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় সেনাবাহিনীর ১৬ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা সড়ক থেকে মাটি সরিয়ে প্রায় দুই ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments