রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের ৭০% অধিকার নিশ্চিত করনের দাবিতে কক্সবাজারের টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল ৩টায়। টেকনাফ উপজেলা গেইটের সামনে  উপজেলার শিক্ষিত, যোগ্যতাসম্পন্ন, অধিকারবঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে গঠিত টেকনাফ বাসীর অধিকার আদায় ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

টেকনাফের হাজার হাজার শিক্ষিত বেকারদের চাকরী নিশ্চিত করণ ও রোহিঙ্গা ক্যাম্পের কর্মরত এনজিও গুলোতে সরকার কর্তৃক নির্ধারিত ৭০% স্থানীয়দের চাকরি নিশ্চিত করার দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্বতা পোষন করে বক্তব্য দেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ রবিউল হাসান।

এছাড়াও টেকনাফ সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবূ তাহের,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, সাংবাদিক নুরুল করীম রাসেল ভাই, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, আয়োজক কমিটির পক্ষে ফরিদুল আলম নাফিস, মাহবুব ভাই, ওয়াজ করীম,মোহাম্মদ আয়াজ, আবদুল গফুর,এনায়েত উল্লাহসহ টেকনাফ উপজেলার শিক্ষিত বেকার চাকরিপ্রার্থী অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনের শেষে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল হাসান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।