বাড়িআলোকিত টেকনাফশালবাগান পাহাড়ে পুলিশ-রোহিঙ্গা ডাকাতদের মধ্যে গোলাগুলি

শালবাগান পাহাড়ে পুলিশ-রোহিঙ্গা ডাকাতদের মধ্যে গোলাগুলি

টেকনাফে শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড়ে পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশি অভিযানে ডাকাত আস্তানার বেশ কয়েকটি ঝুপড়ি ঘর অগ্নিসংযোগ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

জানা যায়, ১৯ অক্টোবর ভোররাত সাড়ে ৩টা হতে ভোর পর্যন্ত সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাহিয়ান ও টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পাহাড় সংলগ্ন বস্তিতে সশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়।

 

ডাকাত দল পুলিশি অভিযানের খবর পেয়ে গুলিবর্ষণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৫/২০ রাউন্ড গুলিবর্ষণ করলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম না হলেও ডাকাত দলের পাহাড়ি আস্তানার বেশ কয়েকটি ঝুপড়ি ঘর আগুনে পুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে। তবে এতে পুলিশের কোনো সদস্য গুরুতর আহত হয়নি।

 

এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মনিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ক্যাম্পে কোনো ধরনের সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments