বাড়িআলোকিত টেকনাফশাহপরীরদ্বীপ 'বঙ্গবন্ধু খেলার মাঠ' দখল সংক্রান্ত খবরের অভিযুক্ত সমজিদা'র ব্যাখ্যার প্রতিবাদ

শাহপরীরদ্বীপ ‘বঙ্গবন্ধু খেলার মাঠ’ দখল সংক্রান্ত খবরের অভিযুক্ত সমজিদা’র ব্যাখ্যার প্রতিবাদ

গত ২২ তারিখ শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব অনলাইন পেইজে অত্র বিদ্যালয়ের বঙ্গবন্ধুর খেলার মাঠ দখল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয় । সংবাদে অবৈধ দখলের কিছু ছবি সংযুক্ত করা হয়। প্রকাশ পরবর্তী স্থানী দায়ীত্বশীল সংবাদ কর্মীরা তা স্থানীয় ও জাতীয় কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে এলাকার স্বার্থে গুরুত্বসাথে  প্রচার করার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে । গত ২৩ তারিখ টেকনাফ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশক্রমে একজন তহসিলদার ঘটনাস্থলে এসে মাঠের সার্বিক অবস্থা ও ২০০৮ সালে উপজেলার ভূমি প্রশাসন কর্তৃক স্থাপিত নির্ধারিত সীমানা খুঁটি গুলো দেখে যান। বিষয়টি নিয়ে যখন সর্বমহলে প্রতিবাদের ঝড় উঠে তখন অভিযুক্ত মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ নিউজ৭১ এ একটি অসত্য, মিথ্যা, মনগড়া বানোয়াট ব্যাখ্যা প্রদান করেন। ব্যাখ্যাটি স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ আলোচনা করেন এবং অসত্য , মিথ্যা, বানোয়াট ব্যাখ্যা প্রদানের জন্য অভিযুক্ত মহিলাটি কে ঘৃণা ও নিন্দা জানান। স্কুল কর্তৃপক্ষ মনে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি। তিনি অত্যন্ত সুন্দর ভাবে সংশ্লিষ্টদের পরামর্শক্রমে বিদ্যালয়ের সার্বিক দ্বায়িত্ব পালন করেন। তিনি স্কুলের মাঠ কাউকে ভাড়া দেননি এবং তিনি ইট বা বাঁশের ব্যাবসার সাথে জড়িত নন।তাছাড়া তিনি একজন সরকারি চাকুরিজীবী হিসেবে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন না। এটি বিধি সম্মত নয়। স্কুল সংস্কারের জন্য তিনি ঔ মহিলা থেকে কখনো কোন প্রকার চাঁদা আদায় করেননি। হয়তোবা জাতীয় বা বিশেষ কোন দিবসে তিনি নূন্যতম সেচ্চায় আর্থিক সহযোগীতা করতে পারে। ওই মহিলার জীবনে একবার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নাস্তা দিয়েছিলেন। একজন মানুষ কত নষ্ট হলে এসব কথা গুলো বলতে পারে তা বিবেকবান মানুষ ভালোই বুঝেন। আজকে সময় এসেছে এধরনের মেয়েদের চিহ্নিত করার যারা রাতারাতি শূন্য থেকে শুরু করে অনেক টাকার মালিক হয়েছেন। কী ব্যাবসা করে এত টাকার মালিক হয়েছেন ? দ্বীপবাসীকে প্রশ্ন করলে তার সঠিক উত্তর পাওয়া যাবে। বিষটি দ্বীপস্থ পুলিশ ফাঁড়ি বরাবরে লিখিত আভিযোগ আকারে জানানো হয়েছে। এধরনের মিথ্যা অসত্য বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য স্কুল কর্তৃপক্ষ অনলাইন পোর্টাল টেকনাফ নিউজ৭১ কে অনুরোধ জানাচ্ছেন ।
অনুরোধক্রমে:
শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments