বাড়িআলোকিত টেকনাফসম্মেলন চাওয়ায় ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা

সম্মেলন চাওয়ায় ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা

ক্যাম্পাস ডেস্কঃ- 

ছাত্রলীগের সম্মেলন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দুই যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও শফিকুর।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটেছে। অন্যান্য ছাত্রলীগ কর্মীরা আহত দুই জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
আহতদের মধ্যে শফিকুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তির জন্য ছাড়পত্র দিয়েছে কক্সবাজার সদর হাসপাতাল। আহত মো. আব্দুল্লাহ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে দাবি করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘বহিরাগত সন্ত্রাসী দিয়ে কলেজের পরিবেশ নষ্ট করতে কলেজে ন্যক্কারজনক এ হামলা চালিয়েছেন সভাপতি। এটি অত্যন্ত লজ্জার বিষয়।’

তিনি বলেন, ‘সম্মেলন চাওয়াটা কর্মী হিসেবে সবার অধিকার। তাই বলে ছেলেদের ওপর এভাবে হামলা চালানো হবে কেনো? বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। শুধু হামলার ঘটনা নয়, সভাপতি জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজিতে কলেজের শিক্ষক ও কর্মচারীরা পর্যন্ত অতিষ্ঠ। তার কর্মকাণ্ডে আমিও সাধারণ সম্পাদক হিসেবে লজ্জিত।’

আহত ছাত্রলীগ কর্মীরা জানিয়েছেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক বছর হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য নেতৃত্বে আসতে চাওয়া কর্মীরা সম্মেলন দাবিতে সোচ্চার হয়। শনিবার এ নিয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের ভেরিফাইড ফেসবুকে সম্মেলনের দাবি করে স্ট্যাটাস দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ২০/৩০ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মো. আব্দুল্লাহ ও শফিকুর রহমানকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় শফিক ও আব্দুল্লাহ। অন্যান্য ছাত্রলীগ কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

আব্দুর রাজ্জাক নামে কলেজ ছাত্রলীগের এক কর্মী জানিয়েছেন, শফিক এবং আব্দুল্লাহর ওপর যখন হামলা চালানো হয় তখন তাদের উদ্ধার করতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে সভাপতি জাকির। আমি পালিয়ে আত্মরক্ষা করেছি। হামলাকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের অনুসারী বলে জানান তিনি।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম বলেন, ‘কলেজ ছাত্রলীগের সভাপতির হাতে দুইজন ছেলে আহত হয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে।’

এ ব্যাপারে সভাপতি জাকির হোসেনের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।

জানতে চাইলে কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments