বাড়িআলোকিত টেকনাফসাগরপথে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গা আটক

সাগরপথে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গা আটক

মিজানুর রহমান মিজানঃ-

কক্সবাজারের টেকনাফ সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ কোস্ট গার্ড। এরা সবাই দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার সমুদ্র সৈকতের তীর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের তসলিমা (১৮), ছানোয়ারা (২৮), শেহেলা (৭), শাহানুর (৪০), ছমুকা বিবি (৮), সাজিদা (৩৩), নজির আহমদ (২৮),  মো আতিক (২৩); বালুখালি ক্যাম্পের জোহুরা (১৮), ইমরান (২২), নুর আয়েশা (১৮), ফারবিন (১৮), জাহেদা (৪০), ওম্মে জমিলা (১৬) ও ফাতেমা (১৮)।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে টেকনাফ হাবিবছড়া এলাকা দিয়ে রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে শনিবার রাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ড। এ সময় ১০ রোহিঙ্গা নারী ও দুই শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

সোহেল রানা বলেন, আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের টেকনাফ থানায় হন্তান্তর প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments