বাড়িআলোকিত টেকনাফস্থানীয়দের এনজিও চাকরির অগ্রাধিকারের জন্য কেন বিক্ষোভ করতে হবে?

স্থানীয়দের এনজিও চাকরির অগ্রাধিকারের জন্য কেন বিক্ষোভ করতে হবে?

আজিজ উল্লাহ শান্ত:– দেশের দুসীমান্তবর্তী উপজেলা উখিয়া-টেকনাফের মানবদরদি মানুষ প্রায় ১২ লক্ষাধিক আশ্রয়হীন বস্তুভিটা হারা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য স্থানীয়রা বিলের পর বিল একমাত্র কৃষি শস্যের ক্ষেতের জমি কোরবানি করেছে। স্থানীয় বিভিন্ন অসহায় মানুষ যার কারণে পাহাড়ের পাদদেশে কৃষি চাষ করে যে সব পরিবার চলত তারা আজ অসহায়, কাজ নেই, আয় নেই।স্থানীয় বাজারে রোহিঙ্গাদের প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাধি তরিতরকারি মাছ মাংসের চড়া মূল্যের কারণে স্থানীয় লোকজন ভালোমত কিনতেও পারে না। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের জীবন যাত্রার মান চরমভাবে ক্ষুন্ন হচ্ছে যেখানে ১২ লক্ষাধিক রোহিঙ্গা স্থানীয়দের মাথার ওপর জগদ্দল পাথারের মত বসে আছে সেখানে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের জন্য কেন বিক্ষোভ-প্রতিবাদ করতে হবে? যেকারণে মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন যে কৃতিত্ব উখিয়া-টেকনাফের মানুষের মানবতাবাদ দৃষ্টিভঙ্গি সেখানে কেন বিক্ষোভ করতে হচ্ছে?যে এনজিওদের বিপুল পরিমাণ গাড়ির চলাচলের কারণে আমাদের নতুন নতুন রাস্তা-ঘাট বছর যেতে না যেতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সেখানে কেন স্থানীয়দের চাকরির জন্য বিক্ষোভ করতে হবে?রোহিঙ্গাদের কারণে আমাদের অনেক কৃষি জমি শেষ, বনের কোটি কোটি টাকার গাছফলা শেষ, রাস্তা ঘাট জর্জরিত,ইয়াবা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা চরম আকার ধারণ করেছে সেখানে আরো বাইরের ডিসট্রিক্টের মানুষের প্রভাব কেন চাকরির ক্ষেত্রে ?যেখানে রোহিঙ্গাদের কারণে স্থানীয় দোকানদানে বেচা-কিনা নেই, বাজারে বিভিন্ন প্রয়োজনীয় মাছ তরকারি দাম চরমে, যেখানে কষ্টের আঘাত-পদঘাত সবকিছু স্থানীয়দের মাথার ওপর দিয়ে যায় সেখানে কেন চাকরির অগ্রাধিকারের জন্য কেন স্থানীয়দের বিক্ষোভ করতে হবে?

লেখকঃ- আজিজ উল্লাহ শান্ত,ইতিহাস বিভাগ, চবি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments