বাড়িআলোকিত টেকনাফ৪৯ লাখ টাকার ইয়াবাসহ ধরা পড়ল দুইজন

৪৯ লাখ টাকার ইয়াবাসহ ধরা পড়ল দুইজন

বিশেষ প্রতিনিধিঃ-

প্রায় ৪৯ লাখ টাকার ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ায় মো. ইয়াছীন (৩৩) ও নুরুল আলম (৫০) নামে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

আটককৃত মো. ইয়াছীন রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর আজীম আলীর ছেলে ও বান্দরবানের মৃত চান মিয়ার ছেলে নুরুল আলম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম।

এর আগে ওই দিন বিকাল ৩টার দিকে উখিয়ার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম জানান, উখিয়া থানাধীন গয়ালমারা বায়তুল মাওয়া জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর কতিপয় কারবারি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। অভিযানে নয় হাজার ৯৬০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি মো. ইয়াছীন (৩৩) ও নুরুল আলমকে (৫০) আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় আটককৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

উখিয়া থানার ওসি আবুল মনসুর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments