বাড়িআলোকিত টেকনাফঅবসর সময়কে স্মার্টলি কাজে লাগান! ফ্রিল্যান্সিং করে বিকল্প আয়ের ব্যবস্থা করুন

অবসর সময়কে স্মার্টলি কাজে লাগান! ফ্রিল্যান্সিং করে বিকল্প আয়ের ব্যবস্থা করুন

অবসর সময়কে স্মার্টলি কাজে লাগান! ফ্রিল্যান্সিং করে বিকল্প আয়ের ব্যবস্থা করুন। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পথ সহজ করতে ডিজিটাল টেক সলিউশন নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও কোর্স করে ফ্রিল্যান্সিং করার সুযোগ। ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি আইটি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হয়ে উঠুন।

ডিজিটাল টেক সলিউশনের হাত ধরে  গত পাঁচ বছরে অসংখ্য ফ্রীল্যান্সার তৈরি হয়েছে। যারা বিভিন্ন ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করছে। আমেরিকা ও ইউরোপের ক্লায়েন্টের সাথে কাজ করে নিজে স্বাবলম্বী হয়েছে পাশাপাশি অবদান রাখছে দেশের অর্থনীতিতে।

ডিজিটাল টেক সলিউশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ 

বিশ্বে আত্মনির্ভরশীল হওয়ার গতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম এই আত্মনির্ভরশীল মানুষ তৈরির বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এতে ইন্টারনেট ভিত্তিক কাজের ক্ষেত্রেই মূলত সবাই আগ্রহী হয়ে উঠছে। ইন্টারনেটে প্রতিদিন প্রচুর কাজের টেন্ডার হয়, যেগুলো বাংলাদেশের সব বেকার মিলে করলেও শেষ হবে না। প্রতিদিনই বাড়ছে এসব কাজের পরিমাণ।

বিভিন্ন কাজের জন্য নানা স্তরের শিক্ষা, দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন। বিশেষ করে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে। এই এক্সপার্টাইজ ডেভেলপ করার জন্য চট্টগ্রামে ডিজিটাল টেক সলিউশন এক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রেখে যাচ্ছে। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান দীর্ঘ ৫ বছর ধরে আউটসোর্সিং ভিত্তিক বিভিন্ন প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণের মাধ্যমে বহু লোকের বেকারত্তের অবসান ঘটিয়েছেন। অসংখ্য বেকারের অর্থ উপার্জনের স্বর্ণ দুয়ার উন্মোচন করে চলেছে এই প্রতিষ্ঠান।

প্রতি বছর শত শত লোকজনকে দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনাল ফ্রিল্যান্সারদের মাধ্যমে প্রশিক্ষণ ও  সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে আত্ম-নির্ভরশীল করে তুলেছে এই প্রতিষ্ঠানটি।  আসছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে যারা সিরিয়াস, তারা সবাই প্রশিক্ষণ শেষে অনলাইনে কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।

কেন ডিজিটাল টেক সলিউশন?

ডিজিটাল টেক সলিউশন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ও আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপডেটেড, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সিলেবাসে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

❑ শুধু প্রশিক্ষনই নয়, প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আপনাকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ।

  • আপডেটেড, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের কোর্স।
  • অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক টীম ।
  • নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা ।
  • কোর্সসমূহ সাশ্রয়ী কিন্তু আন্তর্জাতিক মানের কোর্স ।
  • কোর্স শেষ করার পরে, আপনি অনলাইন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন।
  • কোর্স পরবর্তী অনলাইনে কাজ পেতে বীকন আইটি’র নিয়মিত সাপোর্ট।

আমাদের জনপ্রিয় কোর্সসমূহ

দেশ ও দেশের বাইরে বর্তমানে যে স্কিলগুলোর চাহিদা সবচেয়ে বেশি, সেসব দিয়েই সাজানো হয়েছে আমাদের কোর্স লিস্ট। এখান থেকে আপনার সুবিধামত অনলাইন বা অফলাইনে কোর্সে এনরোল করতে পারবেন যেকোনো সময়।

  • মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট
  • ডাটা এন্ট্রি উইথ ফ্রীল্যান্সিং
  • ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও

প্রশিক্ষক হিসেবে কে থাকবে।

দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনাল ট্রেইনার ও ফ্রিল্যান্সারদের সহযোগিতায় আপনিও হয়ে উঠুন একজন সফল অনলাইন প্রফেশনাল।

ক্লাস কখন শুরু হবেঃ সেপ্টেম্বর ১০, ২০২৩, রবিবার।

সপ্তাহে কয়দিনঃ ৩দিন

বারঃ রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

ঘন্টাঃ ২ ঘন্টা করে প্রতি ক্লাস।

কি কি লাগবে?

একটা পেন্ড্রাইভ।
খাতা ও কলম।

কোর্স ফী কত?

  • মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট [ ২০০০ টাকা ]
  • ডাটা এন্ট্রি উইথ ফ্রীল্যান্সিং [ ৩০০০ টাকা ]
  • ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও [ ৫০০০ টাকা ]

নোটঃ কোর্স ফি শিথিলযোগ্য।

ডিজিটাল টেক সলিউশন আপনাকে কি কি সুবিধা দিবে?

যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই তারা ডিজিটাল টেক সলিউশনের ডেস্কটপে প্র্যাকটিস করতে পারবে। সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত যেকোন সময় প্র্যাকটিসে সুবিধা পাবেন।

৫০ এমবিপিএস ওয়াইফাই আছে। শুক্রবারে ও অফিস খোলা থাকবে।

লোকেশনঃ তেলিপট্রি মোড়, ওয়ালটন শোরুমের ২য় তলা, কাপাসগোলা রোড, চকবাজার, চট্রগ্রাম।

মোবাইলঃ 01886-535553

ইমেইলঃ dtechsolutionsdts@gmail.com
ওয়েবসাইটঃ https://dtechsolutionsbd.com

ভর্তির জন্য ফ্রী  গুগল ফর্মটি পুরন করুন: https://forms.gle/xgv3Gj8QAMARob7ZA

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments