যতদিন শেখ হাসিনা বেচে থাকবে দেশের কেউ না খেয়ে থাকবেনা; সাবেক এমপি বদি
মিজানুর রহমান মিজান
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২৭শ ৫২ জন জেলে পরিবারের মাঝে ৫৬ কেজি করে চাউল বিতরণ করেন (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের পক্ষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
২৮ মে (সোমবার) সকাল ১০ টায় সাবরাং ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। মৎস্য প্রজননের কারণে সারাদেশে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধে জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহারের প্রথম পর্যায়ে চাল আজ বিতরণ করা হয়।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আবদুর রহমান বদি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন৷ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই জেলেদের কথা চিন্তা করেন,মাছ শিকার বন্ধ থাকলেও খাবার বন্ধ থাকবেনা।
তিনি আরও বলেন,যতদিন জননেত্রী শেখ হাসিনা বেচে থাকবেন বাংলাদেশের কোন মানুষ অভুক্ত থাকবেনা। চলতি মৌসুমে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথ পালনের জন্য সকল জেলেদের প্রতি অনুরোধ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।