কক্সবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলি বাইপাস সড়কের উত্তরণ হাউজিং এর পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ লাশ উদ্ধার করা হয়। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ উদ্দিন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল অনুমান সাড়ে ১০টার দিকে উত্তরণ হাউজিংএর বাইরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খরব দেয়। আমরা তাৎক্ষনিক গিয়ে ঝোপের ভেরত থেকে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসি। লাশের গায়ে গুলি বা ছুরি আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথায় একটি আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করে এ জায়াগায় ফেলে গেছে হত্যাকারীরা। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে।