শাহজাহান চৌধুরী শাহীন :
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জেলার শ্রে্ষ্ট ওসি নির্বাচিত হয়েছেন। গত জুন মাসে মাদক ও অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার জিতে সাফল্যের একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
গত ১২ জুলাই জুলাই জেলা পুলিশ লাইনে অনুষ্টিত পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্টানিক ভাবে তার হাতে শ্রেষ্ট সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (সদর) ,সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেষখালী সার্কেল) রতন কুমার দাস গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বনিক ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ , ওসি তদন্ত সহ অন্যান্য পুলিশ সদস্যরা ।
অনুষ্টানে প্রথমেই জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের নাম ঘোষনা করেন। এ সময় পুলিশ সুপার পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা তুলে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এ কৃতিত্ব থানার সকল অফিসার ও পুলিশ সদস্য সহ যারা থানা পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছেন সকলের। সম্মাননা প্রাপ্তিতে ওসি ফরিদ উদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার সকল সহকর্মী সহযোদ্ধাদের।
মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও মাদক নির্মূলে যত কটোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততটুকোই নেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রসংগত,ওসি ফরিদ উদ্দিন খন্দকার কক্সবাজার সদর থানায় যোগদানের পর অপরাধী, চিহ্নিত ডাকাত গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখেন।