আলোকিত টেকনাফসারাদেশ

টেকনাফের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি

টেকনাফ উপজেলার মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি। টেকনাফ উপজেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে ( বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কওমী মাদ্রাসা) স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আগামী ২৯ আগস্টের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষাবৃত্তি ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৩ সালের শিক্ষাবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা সমিতির গুগল লিংকে (https://forms.gle/ptFWgWoRzjxFFTaU6) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ-৪ এবং স্নাতক/সমমান লেভেলে (পূর্ববর্তী বর্ষে) সিজিপিএ-৩ পেতে হবে। টেকনাফ উপজেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভায় ২জন করে মোট ১৪ জন, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় ০২ জনসহ সর্বমোট ২০ জনকে বৃত্তি প্রদান করা হবে। তবে এই সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, সকল মার্কশীট ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্রের সফট কপি আপলোড করতে হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে টেকনাফ সমিতির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *