কক্সবাজারের টেকনাফ নাফনদীতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২ টি স্পীড বোটযোগে এবং মিয়ানমারের ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ (বিজিপি ) এর অধীনস্থ Nagakura ক্যাম্পের Police Captain Tun Tun এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২ টি স্পীডবোট যোগে বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।
১৩ সেপ্টেম্বর ১০.১৫ টা হতে ১১.২০ টা পর্যন্ত এ টহল চলে। এটি ছিল চলতি বছরের ২১ তম যৌথ টহল।
উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য- গত মার্চ ২০১৮ মাসে ৪ টি, জুন ২০১৮ মাসে ৪ টি, জুলাই ২০১৮ মাসে ৫ টি এবং আগস্ট ২০১৮ মাসে ৫ টি ও সেপ্টেম্বর ২০১৮ মাসে ২ টি সহ মোট ২০ টি বিজিপি এর সাথে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়াও আসামী ২০ সেপ্টেম্বর ২০১৮ বিজিপি এর সাথে যৌথ টহল পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।