রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, নিহত ২

উখিয়া

আলোকিত টেকনাফ ডেস্ক 

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।

এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, কুতুপালং ২০ নম্বর ক্যাম্পে ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন মারা গেছেন। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।    

Spread the love