বাড়িকক্সবাজারঅস্ত্র নিয়ে কক্সবাজারে ঢুকার সময় তিন সন্ত্রাসী আটক

অস্ত্র নিয়ে কক্সবাজারে ঢুকার সময় তিন সন্ত্রাসী আটক

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার। 

কক্সবাজার শহরে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।  রবিবার (৯ মে) ভোর রাতে কক্সবাজার পৌরসভার টেকপাড়া মাঝিরঘাট এলাকা হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

আটককৃতরা হলেন, ভারুয়াখালী পশ্চিম পাড়া এলাকার আব্দুল গফফারের ছেলে রুহুল আমিন উরফে সোহেল (৩২), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইলিয়াছ (৩৫), শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।

ওসি জানান, আটককৃত তিন যুবক খুরুশকুল থেকে শহরে প্রবেশ করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে মাঝিরঘাট এলাকায় তাদের গতিরোধ করে শহর পুলিশ ফাঁড়ির টহল টীম। পরে তাদের তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে বিষয়টি নিয়ে থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রাথামিক জিজ্ঞাসাবাদে তিনজন একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষে ভারুয়াখালী থেকে অবৈধ নিয়ে আসছিল।

যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments