বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় আরসা'র গান গ্রুপের কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

উখিয়ায় আরসা’র গান গ্রুপের কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজারের উখয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

সে উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে।

রোবরার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, ভোরে রাজাপালং ক্যাম্প ৭ এ ড্রোন অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় জি/১ ব্লকে কিছু সন্দেহ জনক লোকজনের আনাগোনা সনাক্ত করা হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের টিনের ট্রাংক এর ভিতর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে অস্ত্র চালনা প্রশিক্ষণ শেষে চোরাই পথে ক্যাম্পে ফিরে আসার কথা স্বীকার করেছে।

ধৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ আইনী ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments