বাড়িকক্সবাজারকক্সবাজারে আবারও ৭১ করোনা ‘পজিটিভ

কক্সবাজারে আবারও ৭১ করোনা ‘পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ রোগ করোনাভাইরাস কক্সবাজারে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাদ যাচ্ছে না ডাক্তার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বাস্থ্যকর্মী। শুক্রবারও (২৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আবারও একদিনেই ৭১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ধরা পড়েছে সদর উপজেলাতে ৫৪ জন। অথচ একদিন আগেও সদর উপজেলাতে ৩১ জন নতুন করে করোনা রোগি পাওয়া যায়। শুক্রবার কমেকের পিসিআর ল্যাবে সন্দেহভা নজন ২৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে নতুন করে ৭১ নমুনা পরীক্ষায় পজিটিভ হয়। এবং পুরাতন টেষ্টে ফলোআপ হিসিবে ৪ জন পজিটিভ আছে। টেকনাফে ২ জন, লামা ২ জন, কক্সবাজার সদর উপজেলাতে ৫৪ জন, লোহাগাড়া ১ জন, রামুতে ১ জন, উখিয়ায় ৪ জন, চকরিয়ায় ১ জন, মহেশখালী ১ জন ও রোহিঙ্গা ১ জন।
কক্সবাজার মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজী বিভাগের প্রধান ডা. রুপাশ পাল  এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের তথ্য মতে, শুক্রবার সন্দেহভাজন ২৬৩ নমুনা পরীক্ষায় রোহিঙ্গা ১ জন, লামা ২ ও লোহাগাড়া ১ জন ছাড়া কক্সবাজার জেলাতেই নতুন করে ৬৭ রোগী শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৮৭ নমুনা টেষ্ট।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments