বাড়িকক্সবাজারকক্সবাজারে নতুন করে ৬২ করোনা রোগী শনাক্ত, সদরেই ৩৬ জন

কক্সবাজারে নতুন করে ৬২ করোনা রোগী শনাক্ত, সদরেই ৩৬ জন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের শক্তি কক্সবাজারে যেন দেখিয়েই চলছে। একদিনেই জেলার ৮ উপজেলার প্রত্যেকটি উপজেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একদিনেই ‘পজিটিভ’ হয়েছেন ৬৫ জন। নতুন করে ৬২ এবং পুরাতন কোভিড-১৯ আক্রান্ত তিজনের রিপোর্ট পজিটিভ আসে। কমেকের ল্যাবে নতুন করে শনাক্ত ৬২ জনের মধ্যে সদর উপজেলাতেই ৩৬ জন রয়েছেন। এই উপজেলা অনেক আগে থেকে করোনার ‘হটস্পট’ হিসিবে তালিকায় নাম লেখিয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে রামুতে ১ জন, উখিয়ায়-৫ জন, চকরিয়ায় ৮ জন, টেকনাফে ২ জন, পেকুয়ায় ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়ায় ১ জন, মহেশখালীতে ১ জন ও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকলে কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। মঙ্গলবার নতুন ৬২ জনের মধ্যে কক্সবাজারের ৮ উপজেলার ৬১ জন শনাক্ত হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ জুন) কমেকের পিসিআর ল্যাবে ২৩৩ নমুনা টেষ্টে ৬৫ নমুনা ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে ফলোআপ আছে ৩ জন। আর নেগেটিভ হয়েছে ১৬৮ নমুনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments