বাড়িকক্সবাজারকক্সবাজারে র‍্যাব মাদক কারবারির গুলি বিনিময়, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারে র‍্যাব মাদক কারবারির গুলি বিনিময়, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারে মাদক কারবারি ও র‍্যাবের মধ্য গুলিবিনিময়ের পর ৪ হাজার ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।   

আজ ৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল সোয়া ৩ টার দিকে লিংক রোডের মেরিন সিটি কমপ্লেক্সের সামনে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।

আটককৃত দুইজন হলো- কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরী পাড়ার মোঃ আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান বাবু (১৭) এবং রামু কাইম্যারঘোনার আব্দুল করিমের ছেলে মোঃ তারেকুল ইসলঅম (১৯)।

র‍্যাব জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে র‍্যাব উক্ত স্থানে অভিযানে যায়। র‍্যাব সদস্যদের দেখে মাদক পাচারকারীরা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি চালায়। গুলিবিনিময় শেষে একজনকে আহত অবস্থায় আটক করা হয়। অপরজনকে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশী করে করে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাঁজা কার্তুজ এবং ৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোঃ শেখ সাদী জানান, জব্দকৃত অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments