বাড়িকক্সবাজারকক্সবাজার সমুদ্র সৈকত দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

কক্সবাজার সমুদ্র সৈকত দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

শাহ্‌ মুহাম্মদ রুবেল,  কক্সবাজার।

দেশে দ্বিতীয় ধাপে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে টুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে কক্সবাজার টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সমুদ্র সৈকত বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক শাকের আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা নির্দেশনার আলোকে পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশে আমরা সমুদ্র সৈকতে আপাতত ট্যুরিস্ট প্রবেশ বন্ধ করেছি।

তিনি আরও বলেন, আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ থাকবে। এই সময়ে কোনো পর্যটক সৈকতে প্রবেশ করতে পারবেন না। পরিস্থিতির অবনতি হলে নিষেধাজ্ঞা বা রেড এলার্ট দেওয়া যেতে পারে। হোটেল মোটেল জোন ও বন্ধ করার প্রক্রিয়া চলছে।

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তার মতে, কক্সবাজারের অন্যান্য সব স্পটের জন্য এবার একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments