বাড়িকক্সবাজারকক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি

 শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশাল এক তিমির মৃতদেহ। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় পুলিশ, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে, মৃত তিমিটি ৪৪ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট প্রস্থ। তিমিটি অন্তত ৭ দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটির আনুমানিক বয়স ৭ বছর।

কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের মুখপাত্র মুফিজুর রহমান মুফিজের ধারণা, তিমিটির ওজন আড়াই টন মতো হবে। বাংলাদেশের জলসীমার বাইরে তিমিটি মারা যেতে পারে বলে মনে করেন তিনি।

পরিদর্শন শেষে এডিসি মো. আমিন আল পারভেজ বলেন, প্রাথমিকভাবে এটি তিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য সম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে করণীয় ঠিক করা হবে।

তিনি বলেন, সাগরে লক্ষ প্রজাতির প্রাণীর বিচরণ। মাঝেমধ্যে কিছু কিছু প্রাণী মারা যাওয়াটা স্বাভাবিক। তবু কি কারণে তিমিটি মারা গেছে, তা নির্ণয়ের চেষ্টা করা হবে।

এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে গেছেন স্থানীয় বাসিন্দারা। তিমিটিকে এক নজর দেখতে ভিড় করেছেন মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা। মৃত প্রাণীটিকে ঘিরে সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল। অনেকে তিমির পাশে ঘেঁষেই ছবি তুলছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments