বাড়িবাংলাদেশকরোনায় আক্রান্ত ১৮ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ২৮৩

করোনায় আক্রান্ত ১৮ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ২৮৩

[WD_Button id=20132]

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন।      

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

ভারপ্রাপ্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে।        

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে কেউ মুক্ত হননি। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৩৬১ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৩ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১০৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।     

RELATED ARTICLES

Most Popular

Recent Comments