বাড়িকক্সবাজারকক্সবাজারে ৩১ মে পর্যন্ত দোকান বন্ধ, মালিক ফেডারেশনের সিদ্ধান্ত

কক্সবাজারে ৩১ মে পর্যন্ত দোকান বন্ধ, মালিক ফেডারেশনের সিদ্ধান্ত

[WD_Button id=20126]

‘বিলুপ্ত’ হতে যাওয়া কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন আবারও মাঠে আসার চেষ্টা করছে। বুধবার (১৩ মে) করোনা পরিস্থিতি নিয়ে সভা করে নিজেদের ঠিকে থাকার জানান দিয়েছেন ব্যবসায়িক সংগঠনটির নেতারা। এই সভায় চলমান করোনা মহামারি প্রতিরোধে জনসমাগম এড়াতে কক্সবাজারে আগামি ৩১ মে পর্যন্ত সবধরণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ মে) ফেডারেশনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভাটি সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবূুল গফুর, অর্থ সম্পাদক মোঃ নুরুল আমিন, আইন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কার্যকরি সদস্য জসিম উদ্দিন চৌধুরী, মোঃ মোস্তফা, দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, এবিসি রোড দোকান মালিক সমিতির সেক্রেটারী শহিদুল ইসলাম বাবুল, ফিরোজা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান, এ সালাম শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সহ সেক্রেটারি মোস্তফা কামাল মিন্টু, মসজিদ রোড দোকান মালিক সমিতির সভাপতি হাফেজ জয়নুল আবেদিন, এন্ডারসন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি দীপক বাবু, কাপড় লাইন ব্যবসায়ী সমিতির সহ সেক্রেটারি লোকমান সওদাগর, নুর মার্কেটের সেক্রেটারি ফজল করিম প্রমুখ।

সভায় ফেডারেশন নেতারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় চলমান পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

অপরদিকে এই সভায় ‘কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি’ ফেডারেশন নেতাদের প্রতি বিষোদগার ও অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।

একই সাথে এই করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে প্রনোদনার দাবি জানান ফেডারেশন নেতারা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments