বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও মিলনমেলা সম্পন্ন

টেকনাফ সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও মিলনমেলা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি::

টেকনাফ সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী টেকনাফ ন্যাচারপার্কের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র মিলনায়তনে টেকনাফ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও আলোচনা সভা সংগঠনের সভাপতি আমান উল্লাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের উপদেষ্ঠা ও টেকনাফ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, কাইছার পারভেজ চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও টেসাস সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন। উপস্থিত ছিলেন টেকনাফ সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবাইর, ক্রাইম সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব, সদস্য শহীদুল্লাহ, শামসুদ্দিন, ফোরামের অর্থ সম্পাদক জামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রফিক, সদস্য ফরিদুল আলম, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান, মোঃ শফি প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কোন দল বা গোষ্টি নয়। এরা দেশ ও জাতির তথা গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করে। তাই বর্তমানে মাদকের ভয়াবহতা থেকে উত্তরনে মাদকের বিরুদ্ধে কলম সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ট ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে টেকনাফের সর্ব উন্নয়নের সচিত্র প্রতিবেদন এবং দূর্নীতির বিরুদ্ধে সজাগ ভুমিকা পালন করতে হবে। এছাড়া সভায় আগামী এক মাস পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে টেকনাফ সাংবাদিক ফোরামের কাউন্সিল সম্পন্ন করার সিদ্বান্ত গৃহীত হয়। এরপর উপস্থিত সকলে প্রীতিভোজে মিলিত হয়। ##

বার্তা প্রেরক
আমান উল্লাহ কবির
সভাপতি
টেকনাফ সাংবাদিক ফোরাম

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments