বাড়িকক্সবাজারদরিয়ানগর পাহাড়ে হাইকিংয়ে গিয়ে নিখোঁজ ৪ যুবক উদ্ধার

দরিয়ানগর পাহাড়ে হাইকিংয়ে গিয়ে নিখোঁজ ৪ যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হাইকিং করতে গিয়ে পথ হারিয়ে দরিয়ানগর পাহাড়ে নিখোঁজ হয়েছিলো চার যুবক। ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিলেন। ৯৯৯ এর নির্দেশনা মতে চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমান ওই চার যুবককে উদ্ধার করেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করে তাদের নিয়ে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেছে বিমানটি। সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন।

এই চার যুবক হলেন, মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল, আবির সাহা। তারা সবাই কক্সবাজার শহরের বাসিন্দা। তারা পাহাড় দিয়ে হিমছড়ি যাচ্ছিলো। আট-নয়টি পাহাড় ডিঙিয়ে পথ হারিয়ে ফেলে তারা।

উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমানঘাঁটির ভারপ্রাপ্ত অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুন কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে একটি বিমান নিয়ে বিমান বাহিনীর একটি দল চার যুবককে উদ্ধার অভিযান যান। নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে তাদের (নিখোঁজ যুবকদের) জামা উড্ডয়ন দিয়ে তাদের সন্ধান পাওয়া যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments