বাড়িআলোকিত টেকনাফদীর্ঘদিন পর সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

দীর্ঘদিন পর সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

টেকনাফ প্রতিনিধি |

শুক্রবার (২৬ অক্টোবর) সকাল থেকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ঘাট থেকে যাত্রা শুরু হবে। চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে এই রুটে সকল জাহাজ চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। জাহাজ কতৃপক্ষ কোনো অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বৈরী আবহাওয়ার কারনে এতোদিন অনুমতি দেওয়া হয়নি।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার সকালে ৬০ জনের মতো পর্যটক নিয়ে ক্রুজ এন্ড ডাইন সেন্টমার্টিন যাবে। কয়েকদিন পর কেয়ারী সিন্দাবও চলাচল করবে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল বলেন, শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। জাহাজগুলোর প্রস্তুতি কেমন সেটিও পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুইটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments