বাড়িআলোকিত টেকনাফনাইক্ষ্যংছড়িতে আক্রান্তের তালিকায় সেই আলম আরা ও দুই সন্তান

নাইক্ষ্যংছড়িতে আক্রান্তের তালিকায় সেই আলম আরা ও দুই সন্তান

নিজস্ব প্রতিবেদকঃ-

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জন (এদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া রিপোর্টের পর এই তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা সিভিল সার্জন অংসুই প্রু।

জানা গেছে, নতুন করে যে তিনজন শনাক্ত হয়েছেন তারা হলেন পূর্বেকার রোগী জান্নাতুল হাবিবার ননদ আলম আরা (৪০), তার মেয়ে শাহিদা আক্তার (১৮) ও ছেলে রবিউল হাসান (১৫)। তবে এদের কারও শরীরেই করোনা উপসর্গ নেই।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু জাফর মোঃ ছলিম জানান, গত ২৭ এপ্রিল কম্বনিয়া গ্রামের জান্নাতুল হাবিবা করোনা শনাক্ত হন। পরের দিন থেকে তিনি নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। নতুন করে যে তিনজন শনাক্ত হয়েছেন তাদেরও আইসোলেশনে এনে চিকিৎসা দেয়া হবে।

এদিকে নতুন করে তিনজন রোগী আক্রান্ত হওয়ার পর সংষ্পর্ষের তীর ভিন্ন দিকে প্রভাহিত হচ্ছে। এখন স্থানীয়রা সন্দেহ করছেন মূলতঃ আলম আরার স্বামীর মাধ্যমে কম্বনিয়া গ্রামে করোনা ছড়িয়েছে। তার স্বামী সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক। ধারনা করা হচ্ছে, বাইরে থেকে মালামাল বোঝাই ট্রাক চালক বা হেলপারের মাধ্যমে আলম আরার স্বামী জামাল হোসেন করোনা সংক্রমণ ছড়িয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, কম্বনিয়া গ্রামটি আগে থেকে লকডাউন করা আছে। এখন নতুন শনাক্ত হওয়াদের আইসোলেশনে এনে চিকিৎসার পাশাপাশি তাদের সংষ্পর্ষে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ২৭ এপ্রিল কম্বনিয়া গ্রামের জান্নাতুল হাবিবা করোনা শনাক্ত হন। কিন্তু তিনি হাসপাতালে নমুনা দেয়ার সময় তার নাম লিখেছিলেন আলম আরা।

নিজের পরিচয় গোপন রাখার জন্য মিথ্যার আশ্রয় নিতে গিয়ে যার নাম দিয়েছিলেন সেই আলম আরা ও তার দুই সন্তানেরও করোনা শনাক্ত হলো। যার কারণে কম্বনিয়া গ্রামের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি উপজেলায় আতংক দেখা দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments