বাড়িবাংলাদেশবদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

বদলে গেল ৫ জেলার নামের ইংরেজি বানান

বদলে গেল পাঁচ জেলার নামের ইংরেজি বানান। সোমবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নামের ইংরেজি বানান বদলে যাওয়া পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া।

আগে এসব জেলার নামের ইংরেজি বানান Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra লেখা হতো। পরিবর্তনের কারণে এখন এসব নামের ইংরেজি বানান হবে Chattogram, Cumilla, Barishal, Jashore ও Bogura।

নিকারের বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এনএম জিয়াউল আলম বলেন, গেজেট পাস করে এখন প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments