বাড়িকক্সবাজারবিজয় দিবসে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব'র "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন"

বিজয় দিবসে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন”

প্রেস বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ চট্রগ্রামের বৃহত্তর রক্তদাতা সংগঠন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র সার্বিক সহযোগিতায়, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ধলঘাটা’র আয়োজনে

ধলঘাটায়  বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায়  “ফ্রি ব্লাড ডোনেটিং ক্যাম্পেইন’২০” অনুষ্ঠিত হয়।
এক দিনের এ ক্যাম্পেইনে প্রায় পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কামরুল হাসান (এম.এ)

তিনি বলেন – নিয়মিত রক্তদান করা অবশ্যই জরুরি,  আমি নিজেও একজন রক্তদাতা, এক ব্যাগ রক্ত ৩জনের মানুষের জীবন বাঁচতে পারেন। এক্সিডেন বা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে মূল্যবান রক্তের গ্রুপটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো উপস্থিত ছিলেন – কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল হালিম, এডমিন শামসুল আলম শ্রাবণ, সহ-এডমিন হেলাল উদ্দিন, সোহেল রানা, কার্যকরী সদস্য, অপু ঋষি, হেলাল উদ্দিন -২,লুৎফুর রহমান, আল মানুন, রায়হান ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’র সভাপতি মোর্শেদ আলি সোহাগ প্রমুখ।

অন্যান্য অতিথিরা বলেন- অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments