বাড়িকক্সবাজারবৃক্ষ আমাদের পরিবেশকে রাখে সুনির্মল আর মানব বসতির উপযোগী-জেলা প্রশাসক মোঃ কামাল...

বৃক্ষ আমাদের পরিবেশকে রাখে সুনির্মল আর মানব বসতির উপযোগী-জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ-

জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন-বৃক্ষ আমাদের পরিবেশকে রাখে সুনির্মল আর মানব বসতির উপযোগী। পরিবেশ রক্ষায় বন ও বৃক্ষের গুরুতপূর্ণ। শুধু তাই নয় মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতেও এর প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই পরিবেশ রক্ষায় স্হানীয়দের এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক শনিবার সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান, বনজ ও ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ.ক.ম শাহরীয়ারের সভাপতিত্বে অনুস্টিত উক্ত অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো: হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির উপদেস্টা মৌলভি সাবির আহমদ। অনুস্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ফরেস্ট মসজিদের ইমাম আতিকুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন ফরেস্টার অবনী কুমার রায়। পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য আনুষ্ঠানিকভাবে মেলা শনিবার শেষ হলেও আরো ৩ দিন বর্ধিত করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments