বাড়িকক্সবাজাররোহিঙ্গাদের জন্য অস্ত্র তৈরির কারখানার সন্ধান র‍্যাবের

রোহিঙ্গাদের জন্য অস্ত্র তৈরির কারখানার সন্ধান র‍্যাবের

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার ।

রোহিঙ্গাদের জন্য অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। গতকাল সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে অভিযানে গেলে অস্ত্র তৈরির এই কারখানার সন্ধান পায় র‍্যাব।

কারখানা থেকে দুইজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মহেশখালী উপজেলার বাসিন্দা আনোয়ার (৫০) ও এখলাস (৩২)।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments