বাড়িকক্সবাজার২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস

বার্তা পরিবেশকঃ

 

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকরোনার কারণে এবার দিবসটিতে ব্যাপক কোন আয়োজন নেই তবে স্বাস্থ্যবিধি মেনে চালানো হচ্ছে সচেতনতা।

 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা ২১ অক্টোবর বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্টিত হয়।

 

নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক ফকির আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সাকিল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল আলম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন সুলতানা প্রিয়া, কার্যকরি সদস্য সাংবাদিক আবদুল মজিদ, জামাল হোসেন চৌধুরী, পারভিন সুলতানা, বিশ্বজিত ভৌমিক, গোলসান আরা, রফিকুর রহমান, ফরিদুল আলম, আমির হোসেন, আবদুল  মাবুদ, রেজাউল করিম প্রমুখ।

প্রস্তুতি  সভায় ২২ অক্টোবর জাতীয়  নিরাপদ সড়ক দিবসে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা ও সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসের শুরুতে সকাল ৯টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক র‍্যালীর আয়োজন করা হবে।এরপর এর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments