বাড়িকক্সবাজারকক্সবাজারের সার্ভেয়ার ওয়াসিমের জামিন বাতিল (ভিডিও)

কক্সবাজারের সার্ভেয়ার ওয়াসিমের জামিন বাতিল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকার দুর্নীতির অভিযোগে করা মামলায় কক্সবাজারের সার্ভেয়ার ওয়াসিম খানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে আজ (বৃহস্পতিবার) দুপুরে জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, গত ৬ জুলাই ওয়াসিমকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আজ শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করা হয়। তবে তারা হাইকোর্টে ফ্রেশ আবেদন করতে পারবেন।

গত ১০ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের তিন সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে মামলা করে দুদক। মামলায় অন্য দুই আসামি হলো, মো. ফেরদৌস খান (৩৬) এবং মো. ফরিদ উদ্দিন (৩৬)।

এ মামলায় গত ৬ জুলাই ওয়াসিমকে জামিন দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানা বাস টার্মিনাল এলাকায় ঘুষের ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকাসহ মো. ওয়াসিম খানকে আটক করে র‌্যাব। পরে ওয়াসিমের দেওয়া তথ্যে আরও ২৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা জব্দ করে র‌্যাব।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments