বাড়িকক্সবাজারকক্সবাজারে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কক্সবাজারে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে কক্সবাজারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৪০/২৫৯।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উল গিয়াস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন জানান, গত ১৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর বক্তব্য প্রদান করেন। যার উল্লেখযোগ্য বক্তব্য হল ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ঈমান নাই। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে আর পাঁচওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আওয়ামী উগ্রবাদ আলেম-উলামাদের চরিত্র হনন করে’ ইত্যাদি।

প্রমাণ হিসাবে নুরের ওই ভিডিও ফুটেজ মামলার সাথে দিয়েছেন বলে জানান মামলার বাদী কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন। নুর ছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments