বাড়িকক্সবাজারকরোনাক্রান্ত কক্সবাজার থানার পরিদর্শক খাইরুজ্জামান

করোনাক্রান্ত কক্সবাজার থানার পরিদর্শক খাইরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

‘রেড জোন’ কক্সবাজারে লকডাউন কার্যকরে সার্বক্ষণিক নিয়োজিত থাকা কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গে ভোগছিলেন।

গত শনিবার (১৩ জুন) সন্দেহভাজন হিসেবে তিনি করোনা টেষ্টের জন্য নমুনা জমা দেন। বুধবার (১৭ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কোভিড-১৯ ‘পজিটিভ’ শনাক্ত হয়।

ইতোমধ্যে তিনি থানার পার্শ্ববর্তী একটি ভবনে ‘হোম আইসোলেশনে’ আছেন।

মোহাম্মদ খাইরুজ্জামান করোনার এই কঠিন সময়ে কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন ‘রেড জো ‘ পৌরসভায় দিনে রাতে মানুষকে ঘরে ফিরাতে চেষ্টা করেছেন। পুলিশের টিম নিয়ে পৌরসভার ১২টি ওয়ার্ডে চষে বেড়িয়ে সরকারি দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে মোহাম্মদ খাইরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। কক্সবাজার পুরো ‘রেড জোন’ এলাকার গত ৬ জুন থেকে সদর মডেল থানা পুলিশ সম্পূর্ণ লকডাউন কার্যকর করতে দিনে-রাতে ডিউটি করে চলেছে। লকডাউন থাকার সময়ে মানুষকে আড্ডা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে ঘরে ফিরিয়েছে পুলিশ।

তিনি মোহাম্মদ খাইরুজ্জামানসহ পুলিশের যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের সবার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments